ফুলবাড়ীতে বেসিকের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা বেসিক এর ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত বাংলাদেশ এ্যাডভান্স স্টুডেন্ট ফর ইন্টার রিলেশন কাউন্সিল বেসিক এনজিওর ১০ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বেসিক এর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেসিক অফিস কার্যালয় এসে শেষ হয়।
র‌্যালী শেষে সকাল ১১টায় বেসিক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জারজিস আহম্মেদ। বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ী মহিলা কলেজের প্রভাষক মোঃ আব্দুল আউয়াল, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি মি: চুন্নু টুডু, ফুলবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর ইউনিট ম্যানেজার এস এম মাসুদুর রহমান।
বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, তার বক্তব্যে বলেন ২০০৬ সালের ১৭ই জানুয়ারি সংস্থাটি বিজিবি ক্যাম্পের পার্শ্বে ছোট্ট পরিসরে কার্যক্রম শুরু করি। শিক্ষার গুনগতমান বৃদ্ধি আদর্শীক মানুষ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের মঙ্গলে কাজ করে যাচ্ছি। বর্তমানে দিনাজপুর জেলার ৯টি উপজেলায় মোট ৫৭টি শিক্ষা কেন্দ্রে কাজ করছি। যেখানে ১৭২০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।
শিক্ষা ছাড়া সংস্থাটি স্বাস্থ্য সচেতনতা, শিশুর অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করছি। বেসিক সংস্থার র‌্যালীতে অংশ নেন বেসিক সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ শমসের আলী মন্ডল, বেসিক সংস্থার স্টাফ রিপোর্টার, শিক্ষক, সাংবাদিকবৃন্দ।    

পুরোনো সংবাদ

দিনাজপুর 874104265579042907

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item