চিলাহাটিতে অভিনব কায়দায় বিকাশের টাকা আত্মসাৎ

এ আই পলাশ:
ডোমার উপজেলার চিলাহাটি বাজারে এক বিকাশ এজেন্ট প্রতারনার শিকার হয়েছে। শনিবার সকালে এক ব্যাক্তি ৩০ হাজার টাকা বিকাশে প্রেরন করতে গিয়ে প্রতারনার শিকার হয় উক্ত বিকাশ এজেন্ট আনিছুল হক।
প্রতারনা শিকার বিকাশ এজেন্ট আনিছুল হক জানান সকালে তার দোকানে এক ব্যাক্তি এসে ০১৬৩-১৩৯৯৮৭৯ নম্বরে ৩০ হাজার টাকা বিকাশ করতে বলেন। এ জন্য ওই ব্যাক্তি তার দোকানের সামনের টেবিলে দুইটি ভাগে টাকা রেখে বলেন এখানে ৩০ হাজার টাকা আছে। টেবিলে টাকা রেখেই তিনি নির্দিষ্ট নম্বরে প্রথমে দুই ভাগে ১৬ হাজার টাকা প্রেরন করেন। এরপর তৃতীয় ধাপে আরো ১০ হাজার টাকা সহ মোট ২৬ হাজার টাকা প্রেরন করেন। এরপর চতুর্থ ধাপে চার হাজার টাকা প্রেরন করার আগে দেখতে পায় টেবিলের উপর রাখা টাকার একটি বড় বান্ডিল সহ ওই ব্যাক্তিটি নেই। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে টেবিলের উপর রাখা ছোট টাকার বান্ডিল গুনে দেখেন সেখানে মাত্র সাড়ে ৭ হাজার টাকা রয়েছে।
 বিকাশ এজেন্ট আনিছুল হক জানায় তিনি প্রতারনা শিকার হলেন ১৮ হাজার ৫০০ টাকা। ঘটনাটি  এলাকায়  তোলপাড় সৃস্টি করেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6850446811454432642

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item