ডোমারের চিলাহাটিতে বসতভিটার সীমানা নিয়ে সংঘর্ষ আহত ৬


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ জানুয়ারী॥
বসতভিটার সীমানা নিয়ে বিরোধে নীলফামারীর ডোমার উপজেলা  চিলাহাটি প্রগতিপাড়া গ্রামে আজ সোমবার দুপুরে  দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী সহ ছয়জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের একটি ঘরের আসবাবপত্র আগুন নিয়ে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী উক্ত এলাকার ভোগডাবুড়ি ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী  জানান উক্ত গ্রামের  ওই এলাকার ফয়েজ উদ্দিন ও আবু সাঈদের পাশাপাশি বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সোমবার দুপুরে ফয়জ উদ্দিন  তার বাড়ির সীমানার চারদিকে বাঁশের বেড়া লাগিয়ে দিচ্ছিল। এমন সময় আবু সাঈদ বাধা দেয়। এতে ওই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে।এসময় বিরোধপূর্ণ জায়গায় উঠানো আবু সাঈদের একটি ঘরের আসবাবপত্র প্রতিপক্ষ  আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠে। দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদের পুত্র সুজন, সুমন, সোহেল ও প্রতিপক্ষের ফয়েজ উদ্দিনের ভাই মনোয়ার ও তার স্ত্রী মনোয়ারা গুরুত্বর আহত হয়। তাদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিলাহাটি তদন্ত থানার ইনচার্জ এসআই জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4980485045656257186

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item