ডোমারে রাজপাড়া মন্দিরের দ্বন্দ নিরসনে জরুরী সভা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে রাজপাড়া মন্দিরের দ¦ন্দ নিরসনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া মন্দির মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি খত্রিয় সমিতির জেলা সভাপতি গোরাচাঁদ অধিকারী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রামনিওয়াস আগরওয়ালা, হিন্দু বৌধ্য খ্রিষ্টান পরিষদের পৌর সহ-সভাপতি জগবন্ধু রায়, কমরেড আতিয়ার রহমান, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমূখ বক্তব্য রাখেন। যানাযায় উক্ত গ্রামের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূ সৎসঙ্গ হরি মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধঞ্জয় রায়, সকাল চন্দ্র, হরেন্দ্র নাথরায় সহ বাবলু রায়, বিকাশ চন্দ্র, অনিল চন্দ্রের সাথে মন্দিরের ১একর ৬৮শতক জমি নিয়ে দির্ঘ ৭বছর যাবত ভাংচুর, মারামারী সহ মামলা মোকদ্দোমা  চলে আসছে। এতেকরে ধর্মীয় ও সামাজিক ভাবে উভয় পক্ষের ব্যপক ক্ষতি সাধন হয়। যার কারণে দুই পক্ষকে নিয়ে জরুরী সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। দন্দ নিরসনে উপদেস্টা সহ ১৩ সদস্য বিশিস্ট একটি আহবায়ক কমিটি করা হয়। এই কমিটি আগামী ৯০দিনের মধ্যে সমস্যা সমাধান করে সকলকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8370008893949428910

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item