চিলাহাটিতে ভূমি দস্যুদের হাত থেতে পৈত্রিক জমি উদ্ধারের মামলা

এ.আই পলাশ:
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পৈত্রিক সম্পত্তি আপোষ বাটোয়ারা মূলে প্রাপ্ত তফশিল বর্ণিত জমির মালিক মৃত করিম উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম তার নিজ জমিতে প্রায় ২০/২৫ বছর পূর্বে আদিয়ার হিসেবে বসতবাড়ি নির্মাণ করে দেয় মৃত আফসার আলীর পুত্র করম আলীকে। করম আলী নিজে বসবাস করে জমি রক্ষনাবেক্ষন সহ সেই জমিতে একটি বড় বাঁশঝাড় লাগায়। এমতাবস্থায় উক্ত এলাকার একটি কুচক্রি ভূমি দস্যুমহল ভুয়া কাগজ পত্রের মাধ্যমে সেই জমিতে গিয়ে বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে নিজ ভোগডাবুরী গ্রামের প্রকৃত জমির মালিক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গত ৭/০১/২০১৫ ইং তারিখে ১০জন ভুমি দস্যুদের  নামে একটি অভিযোগ পত্র দায়ের করেন। সেই অভিযোগের জিডি নং -১৮৪/১৫ এর পেক্ষিতে একটি মামলাও হয়। প্রকৃত আসামিরা হলেন, আব্দুল্লাহ্ (৪৮) আব্দু জব্বার (৫০) পিতা-মৃত: ন্যান্দো বাউ,আলফাব হোসেন (৪৮) নজরুল ইসলাম (৫৮) পিতা মৃত: কাশেম আলী, কাদের (৩০) পিতা আফতাফ, ফারুক (২৫) পিতা আব্দুল্লাহ, মানিক (২৮) জাকির হোসেন (২৪) পিতা আব্দু জব্বার, সাইজার রহমান (৩০) পিতা আইজুল, ময়জুল (৩৫) পিতা সফিউদ্দিন সর্বসাং নিজ ভোগডাবুড়ী মিস্ত্রীপাড়া। বর্তমানে মালমলার পরেও এই ভূমি দস্যুদের অত্যাচারে প্রকৃত জমির মালিক তার জমি অবস্থান করতে পারছেন না। এব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি একান্ত প্রয়োজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 63542220901528091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item