ডোমারে অসহায় কৃষকের জমি দখলের অভিযোগ ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে অসহায় এক কৃষকের জমি দখলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড দ্বারকামারী বাজারে। অভিযোগকারী শরৎ ও জলধর জানায়,উক্ত গ্রামের মৃত বৌদ্যনাথের ২ ছেলে মৃত দিজেন্দ্র নাথ ও বিরেন্দ্র নাথ পৌতিক সুত্রে ১১শতক জমি প্রাপ্ত হয়। ২০১০ সালে দিজেন্দ্র নাথ তার ভাগের সাড়ে পাচঁ শতক জমি এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে আব্দুল গনির কাছে বিক্রি করে। বিরেন্দ্র নাথের সাড়ে পাচঁ শতক জমি তার দুই ছেলে শরৎ ও জলধর ভোগ দখল করে সেখানে দোকান তুলে দেয়। গত শুক্রবার সকালে আব্দুল গণি ও তার দলবল নিয়ে শরৎ ও জলধরের জমি জোর পূর্বক দখল করে পাকাঁ পিলার স্থাপন করে।  এতে শরৎ ও জলধর বাধাঁ নিষেধ করলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ধাওয়া করে এবং নির্যাতন চালায় বলে অভিযোগ ভুক্তভুগীদের। এবিষয়ে আব্দুল গণি জানান, শরৎ ও জলধরের পিতা বিরেন্দ্র নাথ বেঁচে থাকা কালীন ওই জমি বাবদ আমার কাছ থেকে টাকা নেয়। তবে টাকার বিষয়ে বায়নামার কোন কাগজ দেখাতে পারেননি তিনি। এবিষয়ে শরৎ ও জলধর এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি সহ জন প্রতিনিধিদের জানালেও কোন প্রকার সমাধান না পাওয়ায় অনিশ্চয়তায় দিনাতিপাত করছে তারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 8018313475986443146

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item