ডোমার বাজারে অভিনব পন্থায় বিকাশ এজেন্ট মোবাইল চুরি

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

: অভিনব পন্থায় নীলফামারীর ডোমার বাজারস্থ সুন্দরবন টেলিকম হতে বিকাশ এজেন্টের মোবাইল চুরি করে ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক অজ্ঞাত ব্যাক্তি।
দোকানের মালিক মো: আতিকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় আমার দোকানে জনৈক্য নাহিদ ইসলাম নামে অপরিচিত এক ব্যাক্তি আমার বিকাশ এজেন্ট নম্বরে (০১৯৮০৯০৩৭১৫) ৭০ হাজার টাকা বিকাশ করে। আমি তাকে নগদ ৫০ হাজার টাকা ও ০১৭৮১৯৬৪৯৭৫ ডাচবাংলা এক্যাউন্টে ২০ হাজার টাকা পাঠিয়ে দেই। এরপর তিনি আরো বিকাশ হতে টাকা আসবে বলে আমর বিকাশ এজেন্টের মেবাইল ফোনটি হাতে নেয়। এসময় আমি একটু অন্যমনস্ক হলে আমার (স্যাম্ফনী-বি১৩) ফোনটির মতই আরেকটি ফোন রেখে তিনি পালিয়ে যায়। কিছুক্ষন পর ওই ফোন হতে বিকাশ করার চেষ্টা করে বুঝতে পারি এ ফোনটি আমার নয়। আমার ওই বিকাশ নম্বরে ৯৫ হাজার টাকা রক্ষিত ছিল। অনেক খোঁজাখোজির পর ওই ব্যাক্তিকে না পেয়ে থানায় অবহিত করি।
এব্যপারে থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। যাহার নং জিডি-৯২৯, তারিখ: ২০.০১.২০১৭ইং)।

পুরোনো সংবাদ

নীলফামারী 8883756177614733522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item