ডোমার ও ডিমলায় শীত বস্ত্র বিতরন


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৭ জানুয়ারী॥
“আসুন শীতার্তদের পাশে দাড়াই”  শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা ও ডোমার উপজেলায় প্রায় সারে তিন হাজার দুস্থ্য শীতার্তের মাঝে শীতবস্ত্র  বিতরণ করেছে ঢাকা ব্যাংক, সৈয়দপুর শাখা । শীতবস্ত্রের মধ্যে ছিল প্রায় দুই শত কম্বল ও সারে তিন হাজার শিশু পোষাক, সোয়েটার ও জ্যাকেট।
আজ শনিবার দুপুর দুইটার দিকে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে টেপাখড়িবাড়ি ইউনিয়নের অন্তর্গত বিলুপ্ত ছিটমহল নগরজিগাবাড়ি ছিটমহল, ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি, পুর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, চড় খড়িবাড়িসহ কয়েকটি গ্রামের দেড় শহ¯্রাধীক দুস্থ্য শীতার্তের মাঝে একশত পিস কম্বল এবং দেড় সহ¯্রাধীক শীতার্তের মাঝে শিশু পোষাক, সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়। পরে বিকেল তিনটার দিকে ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়ন পরিষদ চত্তরে দেড় হাজার শীতার্তের মাঝে  শিশু পোষাক, সোয়েটার  ও জ্যাকেট বিতরণ করা হয়।
এদিকে বিকেল চারটার দিকে ডোমার উপজেলা শহরের আন্ধারুর মোড় এলাকায় একশত দুস্থ্য শীতার্তের মাঝে একশত পিস কম্বল বিতরণ করা হয়।
ঢাকা ব্যাংকের এসব শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার হামিমুর রহমান খান, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, নাউতরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন প্রমুখ।
অপরদিকে, বিকাল সাড়ে পাঁচ টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে আমেরিকাস্থ্য বৃহত্তর রংপুর জনকল্যান সমিতির সাহ্যাযার্থে প্রবাসী জনকল্যাণ সমিতি এ কম্বল বিতরনের আয়োজন করে।
ডোমার পৌর সভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসী জনকল্যাণ সমিতির ডোমার শাখার সমন্বয়ক ডা. ফিরোজ আহমেদ চিনুর সভাপতিত্বে এসময় ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, আমেরিকা প্রবাসী সহিদুল সরকার, অব: প্রধান শিক্ষক নুরল ইসলাম বিএসসি, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, নারী নেত্রী তৈহিদা জ্যোতি, সমিতির সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1838294344524664350

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item