ডিমলায় গণতন্ত্রের বিজয় দিবস পালন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

১০ম জাতীয় সংসদের ৩ বৎসর পূর্তি সরকারের উন্নয়ন অগ্রগতি ও সাফল্যের ৩ বৎসর উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় আ’লীগের আয়োজনে ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব  করেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইব্রাহিম কালাম সরকার (ডিআই) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, যুবলীগ সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, যুগ্নসম্পাদক নীরেন্দ্রনাথ রায়,  সম্পাদক, পূর্ব ছাতনাই ইউনিয়ন আ’লীগ আব্দুল লতিফ মিন্টু, সভাপতি খগাখড়িবাড়ী ইউনিয়ন হামিদুল ইসলাম, সভাপতি টেপাখড়িবাড়ী ইউনিয়ন বীর মুক্তিযোদ্দা মিয়ার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সাধারন সদস্য মোঃ ফেরদৌস পারভেজ, সভাপতি ছাত্রলীগ উপজেলা শাখা আবু সায়েম সরকার প্রমুখ।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সদর ইউপি আবুল কাশেম সরকার, চেয়ারম্যান গয়াবাড়ী ইউপি শরিফ উবনে ফয়সাল মুন, চেয়ারম্যান খালিশা চাপানী ইউপি আতাউর রহমান, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, সম্পাদক সদর ইউনিয়ন আ’লীগ বাবু মোহিত কুমার সিংহ রায়, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী গুলশান আরা বেগম ও নারী নেত্রী জাহারানা বেগম, আ’লীগ নেতা ও সভাপতি নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজ কামরুল ইসলাম সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন দারিদ্র, ক্ষুদা, জঙ্গীবাদ, সন্ত্রাস মুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে পূর্ব ছাতনাই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ খান, নুরুজ্জামান তারা, মহুবর রহমান, সোহরাব হোসেন সবুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২ শতাধিক লোক আ’লীগে যোগদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4870982343634878860

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item