ডিমলায় বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চিত : পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশসহ আহত -৩

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় কৈলাশ চন্দ্র রায় নামে এক সহকারী শিক্ষক অভিভাবক সদস্য কতৃক লাঞ্চিত হয়েছে। তার কানে ও গালে কিলঘুষি মেরে লাঞ্চিত করা হয়।এ ঘটনায় ছাত্র/ছাত্রীরা ফুঁেস উঠেছে। বুধবার(২৫ জানুয়ারী )দুপুরে উপজেলার খগাখড়িবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালিন এই ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়,লিঠুর ছেলে গত বছর এই বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে পড়তো। ক্লাস রোল ছিলো-৯। কিন্তু এখন সে আর পড়ে না। সে সুন্দর খাতা স্বপন ফাজিল মাদ্রসায় ৭ম শ্রেণীতে পড়ে। ক্লাস রোল ২৯। সেখানে তার ছেলে বৃত্তির টাকাও পায়। বিষয়টি নিশ্চিত করেন উক্ত মাদ্রসার উপাধ্যক্ষ আইয়ুব আলী।বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালিন সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায় প্রশ্ন রাখেন লিঠু কিভাবে এই বিদ্যালয়ের অভিভাবক সদস্য বনে রয়েছেন। এতে কামরুজ্জামান লিঠু সহকারী শিক্ষককে লক্ষ্য করে বলেন, এই শিক্ষক খুব বাড়াবাড়ি করছে বলেই শিক্ষক কৈলাশ চন্দ্র রায়ের গালে স্ব-জোড়ে মুষ্ঠি বেঁধে শিক্ষকের গালে ও কানে ঘুষি মারতে থাকে। শিক্ষককে লাঞ্চিতের ঘটনা ছাত্র-ছাত্রীরা দেখে ফেলে ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনায় ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এক হয়ে সদস্য লিঠুকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রনে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ লিঠুকে উদ্ধারের চেষ্টা কালে ছাত্র-ছাত্রীরা ঢিল ছুড়তে থাকে। ঢিলের আঘাতে লিঠুর কপালে ঢিল লেগে রক্তাক্ত জখম হয়। অপর দিকে লিঠুকে বাঁচাতে  পুলিশের এএসআই বিকাশের কানের উপড়ে ঢিল লেগে জখম হয়। পুলিশ তাদের দু’জনকেই উদ্ধার করে ডিমলা হাসাপাতালে দুটি করে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় নিয়ে যান। এ দিকে শিক্ষক কৈলাশ চন্দ্রকে মারপিটের সময় থামাতে এসে আহত হয় সহকারী শিক্ষক মোফাক্কারুল পেলব, প্রধান শিক্ষক আমির হোসেন প্রমূখ। সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র ডিমলা হাসপাতালে চিকিৎসা সেবা নিলেও অন্য শিক্ষকরা স্থানীয় ভাবেই চিকিৎসা সেবা নিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5112059330407911500

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item