ডিমলায় জামায়াতকর্মী ২ গরু চোরসহ ৩জন গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০ জানুয়ারী॥
নীলফামারীর ডিমলায় গতকাল রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতকর্মী, গরুচোরসহ  ৩জন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জামায়াত কর্মী খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি গ্রামের মৃত আফছার আলীর ছেলে জামেদুল ইসলাম (৩৮), গরু চুরির মামলায় উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের কালীরডাঙ্গা গ্রামের মৃত সুনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ঠ্যাংঝাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে ফিরোজ হোসেন (৪৭)।
পুলিশ সুত্রে জানা যায়, জামেদুল ইসলাম জামায়াতের সক্রিয় সদস্য। সে ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারীটোলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট কেন্দ্র জ্বালা ও ছিনতাই মামলার আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামী। উক্ত ভোট কেন্দ্রে ছিনতাই করার সময় জাহাঙ্গীর আলম নামে একজন নিহত হয়েছিল।

অপরদিকে গরু চুরির সময় ২টি গরুসহ বিজয় চন্দ্র ও ফিরোজ হোসেনকে হাতিবান্ধা থানা থেকে আটক করে রাতে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নে গত শুক্রবার(২৭ জানুয়ারী) রাতে ২টি গরু চুরি হয়েছিল। গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা গরু চোর দলের সক্রিয় সদস্য হওয়ায় ডিমলা থানা পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে আদালতে। ডিমলা থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন ঘটনায় সত্যতা স্বীকার করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5260285133489029701

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item