বিলুপ্ত ছিটমহলের প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবাদের প্রথমবারের মতো ভাতা প্রদানের কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

বিলুপ্ত ছিটমহলের প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবাদের প্রথমবারের মতো ভাতা প্রদানের কার্ড বিতরণ করা হয়।১৭জানুয়ারী(মঙ্গলবার) দেবীগঞ্জ উপজেলাধীন ১নং চিলাহাটি ইউনিয়নভূক্ত বিলুপ্ত ছিটমহল বালাপাড়া খাগড়াবাড়ী মৌজার সদ্য সৃষ্ট তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বিলুপ্ত ছিটমহলের বালাপাড়া খাগড়াবাড়ী মৌজায় প্রতিবন্ধি-বয়স্ক ও বিধবাদের মাঝে প্রায় ১৯৬টি সরকারী ভাতার কার্ড বিতরণ করা হয়। এতে ২১টি প্রতিবন্ধি ৬০টি বিধবা এবং ১১৫টি বয়স্ক মানুষজন এই সুবিধার আওতাভূক্ত হন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্হাজ্ব হাচানাত জামান চৌধুরী জর্জ।উপস্থিত ছিলেন, ১নং চিলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাচান প্রধান নয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুর রহমান,আওয়ামীলীগ ১নং চিলাহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবলীগ সাধারণ সম্পাদক মিন্টু প্রমূখ। প্রধান অতিথি  বক্তব্যে  বলেন, যেখানে মুক্তি পেয়েছি। স্বাধীনতা পেয়েছি। উন্নয়ন হওয়া শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবেই।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8275076519650400704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item