ফেলানি হত্যা সহ সীমান্তের সকল হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা হবে........বিজিবি মহাপরিচালক


মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন কমলপুর সীমান্ত পরিদর্শনকালে বলেছেন সীমান্তে ফেলানি হত্যা সহ সকল হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বড়গ্রাম বিওপির সামনে ২৯ বর্ডারগার্ড এর আয়োজনে ও দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন (পিএসসি এনডিসি)।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুর এর বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী (এনডিসি পিএসসি), বিজিবির হেডকোয়ার্টারের এডিশনাল ডিজি জিল্লুল, দিনাজপুরের বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পিবিজিএমএস), ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী, কমলপুর ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল সরকার। কম্বল বিতরণ শেষে বাংলাদেশ ও ভারতের বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দেশের সীমান্ত বিষয়ে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন (পিএসসি এনডিসি) ও ভারতের বিএসএফের সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি শ্রী এ কে এক্কা, ভারতের ৪১ ব্যাটালিয়ন রায়গঞ্জের অধিনায়ক কে কে মজুমদার, বিএসএফের ৪১ ই-কোম্পানীর শ্রী অলোক কুমার। পরিশেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন (পিএসসি এনডিসি) বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখায় গিয়ে সীমান্ত পিলার পরিদর্শন করেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবুল হোসেন (পিএসসি এনডিসি) সীমান্ত পরিদর্শনকালে বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4815935447567949329

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item