শপথ নিলেন ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যান

ডেস্কঃ
প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান।
জেলা পরিষদের এই নির্বাচিত জন প্রতিনিধিদের ‘সৎ ও নিষ্ঠাবান’ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জেলা পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা আগামী ১৮ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন বলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক জানান।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দুটি জেলায় চেয়ারম্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়।
তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদে প্রথম ভোট হয়েছিল।
নির্দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেন; বিএনপি ও জাতীয় পার্টি জেলা ভোটের কঠোর সমালোচনা করে অংশ নেয়নি।
প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্যা ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 9027246712064487724

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item