টিএসসিতে বর্ষবরণে নারী লাঞ্ছনা: অভিযোগপত্র দাখিল

ডেস্কঃ
পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার মামলার আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
গত বছরের পহেলা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেখে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে না পেরে গত ডিসেম্বরে শাহবাগ থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরেও বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে ডিবি গত জানুয়ারি মাসে পুরান ঢাকার নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে মামলাটি পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করে, কামাল তাদের একজন বলে ডিবি জানায়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2445178776904501934

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item