সৈয়দপুরে খাবার হোটেলে মৃত্যু হলো সাবেক সেনা সদস্যের

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৭ ডিসেম্বর॥
খাবার হোটেলে দুপুরের খাবার খেতে গিয়ে দেলওয়ার হোসেন ওরফে দুলাল (৪৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল  মঙ্গলবার (৬ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুর শহরের তাজির হোটেলে ওই মৃত্যুর ঘটনা ঘটে। নীলফামারীর সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি মাঝাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের পিতা। গতকালকে বাদ মাগরিব তার গ্রামে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
জানা যায়, দেলওয়ার হোসেন বাংলাদেশ আর্মি সার্ভিস বোর্ড এ ওয়ারেন্ট অফিসার চাকুরী করতেন। অবসর গ্রহনের পর তিনি সেনা কল্যাণ ট্রাস্ট ব্যাংকে চাকুরী নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সৈয়দপুর তাজির হোটেলে দুপুরের খাবার খেতে হাত মুখ ধুয়ে হোটেলের খাবার টেবিলে বসতেই তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং হোটেলের মেঝেতে লুটিয়ে পড়েন।
তাকে সৈয়দপুরের পুলিশ সার্জেন্ট আলমগীর হোসেন সহায়তায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত বলে ঘোষণা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4671889278612862578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item