সুন্দরবন রক্ষায় সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও মানববন্ধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে সুন্দরবন রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সরকারের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে কেন্দ্রীয় ঘোষিত ওই কর্মসূচি পালন করা হয়।
জাগো দেশের জনগণ, রক্ষা করো সুন্দরবন এ শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য বলেন, ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, ওয়ার্কার্স পার্টি নেতা তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সৈয়দপুর পৌর শাখার সভাপতি জাহিদ হোসেন ও কলেজ শাখা সভাপতি লিমন প্রমুখ।
মানববন্ধন বক্তারা রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ধ্বংস হবে বলে এর বিরোধীতা করে বলেন, এটি করা হলে অস্তিত্ব বিপন্ন হবে সুন্দরবনের। ভবিষ্যতে এটাকে নিয়ে আর গর্ব করতে পারবো না। তাই অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র নিতে সুন্দরবন রক্ষার দাবি জানান তারা। এর আগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে শহরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 955378484199717794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item