পাগলাপীরে একতা ক্যাবল নেটওয়ার্কের লাইন টানার কাজে বাঁধা ও হামলা ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে একতা ক্যাবল নেটওয়ার্কের লাইন টানার কাজে বাঁধা প্রদান ও নির্মানাধীন লাইনের কাজের লোকের উপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সভা। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী (সত্ত্বাধীকারী প্রাইম ক্যাবল নেটওয়ার্ক- পরিচালক ইউনাইটেড ক্যাবল নেটওয়ার্ক- যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা- সহ সভাপতি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ), বিশেষ অতিথি মোঃ ইকবাল হোসেন  (চেয়ারম্যান ২নং হরিদেবপুর ইউপি), প্রধান বক্তা সালেকুজ্জামান তুহিন (সভাপতি পাগলাপীর একতা ক্যাবল নেটওয়ার্ক), মোঃ মফিজল ইসলাম (সত্ত্বাধীকারী মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ একরামুল হক (সভাপতি হরিদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগ), কাজল মিয়া (সদস্য পাগলাপীর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি), নুরুজ্জামান লাজু (সমাজ সেবক) এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম  চেয়ারম্যান চন্দনপাট ইউপি) সহ স্থানীয় বিশিষ্টজনরা। জানাগেছে পাগলাপীর একতা ক্যাবল নেটওয়ার্ক রংপুর হইতে পাগলাপীরে লাইন টানার কাজে গত রবিবার মহানগরীর মুচির মোড় নামক স্থানে কতিপয় ব্যক্তি উক্ত কাজে  বাঁধা প্রদান করায় এবং লাইন নির্মান কাজের উপর হামলা ঘটনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ প্রতিবাদ সভা।

পুরোনো সংবাদ

রংপুর 4705377350132502421

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item