পীরগাছায় সাংবাদিক সোহেল রানার অকাল মৃত্যু বিভিন্ন মহলের শোক

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি

শুক্রবার রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরকার সোহেল রানা (৪৫) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
সাংবাদিক সরকার সোহেল রানার অকাল মৃত্যুতে পীরগাছা প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে  বিবৃতি দিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগম, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, পীরগাছা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ওয়াজেদ আলী সরকার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, জাতীয় পার্টি উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবুর রহমান। এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি, উপজেলা শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেছেন। কর্মজীবনে সরকার সোহেল রানা দৈনিক লাল সবুজ, দৈনিক দাবানল, দৈনিক যুগের আলো, দৈনিক দেওয়ানবাগ পত্রিকায় উপজেলা প্রতিনিধি’র দায়িত্ব পালন করেন। এছাড়াও পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি উপজেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 4086032446383978317

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item