রংপুর সংস্কৃতি কেন্দ্রের নাট্য কর্মশালা

মামুনুররশিদ মেরাজুল
-  
রংপুর সংস্কৃতিকেন্দ্র আয়োজিত সুমি কমিউনিটি সেন্টার, রংপুরে দিনব্যাপী এক নাট্য কর্মশালায় প্রশিক্ষকগণ একথা বলেন । কেন্দ্রের সমন্বয় কর্মকর্তা আবুল হোসাইন এর পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষকগণ আরও বলেন, নাটক সমাজের দর্পন যা ব্যবহার করে মানুষকে করা যায় সচেতন তুলে ধরা হয় তাদের ভূল-ত্রুটি গুনাবলী। মজার কৌতুক এবং শিক্ষনীয় মেসেজ প্রদানের মাধ্যমে করা যায় সহজেই আকর্ষিত।” নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলে বর্ননা করে সকল নাট্য শিক্ষার্থীকে নাটকের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে মানুষকে সচেতন করতে এবং দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করতে আহবান জানান প্রশিক্ষক বৃন্দ। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ‘রুচিশীল সংস্কৃতি ও আমাদের নাট্য চর্চার নানাদিক’ বিষয়ে বাংলাদেশ বেতার সদর দফতর, ঢাকা এর পরিচালক (অব:) কবি আবু জাফর আবদুল্লাহ, ‘ওয়ার্কশপ-নাটক মঞ্চায়নে নাট্যকর্মীদের ভূমিকা এবং আলোক প্রক্ষেপণ, পোষাক ও মেকাপ পর্যবেক্ষন, আবেগ ও ইম্প্রোভাইজেশান’ বিষয়ে বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্রের গবেষণা কর্মকর্তা জনাব মাসুদ রানা, ‘ভিজ্যুয়াল নাটকের কলা কৌশল’ বিষয়ে বাহে নিউজ ও বাহে টিভির সম্পাদক জনাব আশরাফুল ইসলাম স্বপ্নীল, ‘নাট্য গোষ্ঠী গঠন ও নাটক পরিচালনা’ বিষয়ে রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক জনাব সোয়াইব হোসাইন, ‘কন্ঠশীলন ও শুদ্ধ উচ্চারন কলা কৌশল’ বিষয়ে টিভি আবৃত্তি শিল্পী বিশিষ্ট ছড়াকার জনাব আব্দুল করিম সরকার, ‘নাটক লেখার কৌশল’ বিষয়ে নাট্যকার জনাব অধ্যাপক এস এ বসির উদ্দিন এবং ‘একক অভিনয়ের কলা কৌশল’ বিষয়ে বিশিষ্ট নাট্য সংগঠক ও টিভি নাট্য শিল্পী জনাব শ্বেতফুল আলম গোলাপ প্রমূখ প্রশিক্ষন প্রদান করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর সংস্কৃতিকেন্দ্রের সদস্য কাজী আহসানুল ইসলাম, নাইম সিদ্দিকী ও চ্যানেল নাইন রংপুরের ক্যামেরা পার্সন সাইফুল ইসলাম মুকুল প্রমূখ। কর্মশালায় শিক্ষার্থী হিসেবে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে আগত ৩০ জন অংশ নেয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 980164680076228601

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item