পীরগঞ্জে বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মামুনুর রশিদ মেরাজুল :
পীরগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সাধারন মানুষের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনলাইন নিউজ পোর্টাল জাগো বাহে ২৪.কম-এর সার্বিক তত্ত্বাবধানে ও সময় ডায়াগনাস্টিক সেন্টারে সহায়তায় স্থানীয় কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানায় দেড় শতাধিক অসহায় গরীব রুগিদের ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার গাইনী বিশেষজ্ঞ ডাঃ খাদিজা পারভীন লিমা, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার, মা ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ সুমনা খন্দকার, বাত, ব্যাথা,প্যারালাইসিস ও শিশু প্রতিবন্ধী বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া পারভীন দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের সহায়তা করেন স্বেচ্ছাসেবী তানজিনা আকতার, ফারজানা আকতার লাভা, সুমনা আকতার, খাদিজা আকতার, আইরিন আকতার, নিপা খাতুন, ফিজিওথেরাপি’র শিক্ষানবীশ-সেলিম মিয়া, রাসেল ও কৌশিক। সময় ডায়াগনাস্টিক সেন্টারে স্বত্ত্বাধিকারী সেবু মোস্তাফিজ বলেন, অসহায় রোগিদের সেবা দানের এ মহতী কার্যক্রমের সাথে সময় ডায়াগনাস্টিক সেন্টার সবসময় থাকবে। সাদ্যুল্লাপুর থেকে আগত প্রতিবন্ধী শিশুর মা আম্বিয়া খাতুন ও মকিমপুরের ফুলমতি বেওয়া বলেন, এইংক্যা (এরকম) চেকেসসা (চিকিৎসা)  মাসে মাসে হলে হামার নেকান গরীব মানষের খুব ভাল হলি হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4889590126637691135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item