পীরগঞ্জে আগুনে ৩টি ঘর পুড়ে ছাই

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

পীরগঞ্জে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত হয়ে এক ভ্যানচালক পরিবারের ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘটনায় শুক্রবার উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বৃহষ্পতিবার বেলা ২টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের ভ্যানচালক আশরাফ মিয়ার বাড়ীর বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ২টি ঘরের টীন, ঘরের আসবাবপত্র, ধান-চাল, রান্না ঘর, নগদ প্রায় ৪ হাজার টাকাসহ মালামাল পুড়ে যায়। এতে পরিবারটির দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার দিনই ওই ইউপির চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল পরিবারটিকে কয়েকটি কম্বল প্রদান করেছেন। এদিকে গতকাল ইউএনও কমল কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারটির খোঁজ নিয়েছি। এখন ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4885706110240955794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item