অবৈধ কমিটি বাতিলের দাবীতে কারমাইকেল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মামুনুররশিদ মেরাজুল -
কারমাইকেল কলেজ ছাত্রলীগের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও প্রশাসনিক ভবনে অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৬ দফা দাবী মানা না হলে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের হুমকি দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। প্রায় ঘন্টাব্যাপী  অবরুদ্ধ থাকার পর অধ্যক্ষ তাদের অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন দাবী শুনে আলোচনার মধ্যদিয়ে সমাধানে আশ্বাস দিলে নেতাকর্মীরা ৬ দফা দাবী মেনে নেয়ার জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে অবরুদ্ধ তুলে নেয়। পরে তারা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে ৬ দফা দাবী পেশ করে ছাত্রলীগ নেতা সাগর হাসান হাবীবের সভাপতিত্বে ও মেহেদী হাসান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহীম, আশরাফুল আলম আশরাফ, মনিরুজ্জামান তালুকদার মনির, আব্দুর রাজ্জাক, দিপেনচন্দ্র, শাহাদত হোসেন, রুহুল আমীন, রাঙ্গা, ফিরোজ, জাহাঙ্গীর, ইমরান, আপন, সিরাজ, বান্না, জাকির প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে অছাত্র, ছিনতাইকারী, বিবাহীতদের নিয়ে পকেট কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নিয়মিত ছাত্র এবং  ছাত্রলীগের কর্মীদের নিয়ে কমিটি গঠনকরে ৬ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান। তারা হুসিয়ারী দিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অবৈধ কমিটির বিলুপ্ত করা না হলে ১ লা জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট, কলেজের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধসহ বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন করা হবে।
এদিকে সমাবেশ শেষে আগামী ৪ জানুয়ারী ২০১৭ বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফল করার লক্ষে সাগর হাসান হাবীবকে আহবায়ক ও মেহেদী হাসান মিলন, রাজ্জাক, মুশফিক, মনির, ফিরোজ, রাঙ্গা ও দিপেনকে যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7403893235941353821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item