প্রতিবন্ধিরা এখন আর সমাজের বোঝা নয় সুযোগ দিলে তাঁরাও প্রতিভার বিকাশ ঘটাতে পারে

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ  

প্রতিবন্ধিরা এখন আর সমাজের বোঝা নয়। সুযোগ দিলে তাঁরাও প্রতিভার বিকাশ ঘটাতে পাওে । গোটা পৃথিবীতে সে প্রমান রেখেছে প্রতিবন্ধিরা। দেশের প্রতিবন্ধি শিশুদের লেখাপড়া শিক্ষার মাধ্যমে মেধা বিকাশের পথ সৃষ্টি ও সুগম করতে হবে। প্রতিবন্ধিদের সম্পদে পরিনত করতে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। গতকাল বুধবার সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামে গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধি শিক্ষার্থীদেও মাঝে স্কুল পোশাক বিতরণ পুর্ব সুধি ও অভিভাবকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ জাহাঙ্গীর আলম ওই কথা বলেন।
বিদ্যালয়টির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ’র সভাপতিত্বে অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বিশিষ্ট সমাজে সেবক ও উপজেলা জাপার সম্পাদক নুরে আলম যাদু, টুকুরিয়া ইউপির চেয়ারম্যান-আতোয়ার রহমান মন্ডল, ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি- আব্দুস সামাদ মিয়া, হরিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, খালাশপীর বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল আলম ফুলবাবু, বিদ্যালয়টির প্রধান শিক্ষক-শরিফুল ইসলাম প্রমুখ। এরপর ওই বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষে হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বিশেষ মোনাজাত করান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1262598526977564337

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item