শিক্ষক-হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

মামুনুর রশিদ মেরাজুল-
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের আন্দোলনরত শিক্ষকের হত্যাকা-ের সাথে জড়িতদের বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রবিবার দুপুরে বিবিএ ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্র ফ্রন্টের জেলা শাখার সদস্য আশিকুল ইসলাম তুহিন, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জনক রায়, বেরোবি শাখার সংগঠক অনুপম রায় প্রমুখ।বক্তারা বলেন, ফুলবাড়িয়া কলেজের শিক্ষক-ছাত্ররা এলাকাবাসীসহ দেড় মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন তাদের কলেজকে জাতীয়করণ করার জন্য। তাদের অভিযোগ, ফুলবাড়িয়া কলেজের তুলনায় সবদিক থেকে পিছিয়ে থাকা ফজিলাতুন্নেসা কলেজকে জাতীয়করণ করা হয়েছে স্থানীয় সাংসদের কারসাজিতে। তাই তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু পুলিশ বাহিনী বিনা উস্কানিতে তাদের আন্দোলনে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আহত হওয়া উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদসহ একজন পথচারী মারা যান।মানববন্ধন থেকে বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে শিক্ষক-হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি এবং আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 746647698423663834

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item