পাগলাপীরে বিত্তবানদের অর্থায়নে হতদরিদ্র নারীদের মাঝে ব্র্যাকের শীতবস্ত্র বিতরন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
দশে মিলে করি কাজ- হারি যিতি নাহি লাজ এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে গ্রামীন বিত্তবান দের অর্থায়নে হত দরিদ্র নারীদের মাঝে শীত বস্ত্র বিতারন করলেন রংপুরের পাগলাপীরে ব্র্যাক পাগলাপীর শাখা টি ইউ পি কর্মসুচি। এ উপলক্ষে শনিবার দুপুর আড়াইটায় ব্র্যাক পাগলাপীর এরিয়া অফিস ক্যাম্পাসে  এক  সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্টিত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব মোঃ আকতার হোসেন,বিশেষ অতিথি পাগলাপীর স্কুল এন্ড কলেজ গর্ভানিং বডির সদস্য মিজানুর রহমান মুকুল,নওশাদ আলী মেম্বার,সাংবাদিক মহিউদ্দিন মুখদুমী,শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক টি ইউ পি কর্মসূচির উর্ধতম আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুল ইসলাম,আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন,খাজা শহীদুর রহমান,এলাকা ব্যবস্থাপক (প্রগতি) শহিদুল ইসলাম,শাখা ব্যবস্থাপক (দাবি) সাইফুদ্দিন,শাখা ব্যবস্থাপক (টি ইউ পি) খাদিজা বেগম ও টি ইউ পি কর্মসূচির কর্মিবৃন্দ সহ ব্র্যাকের সকল কর্মিবৃন্দ। অনুষ্টানে সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম মাষ্টার বলেন ব্র্যাকের টি ইউ পি কর্মসূচির শাখা ব্যবস্থাপক খাদিজা বেগমের উদ্যেগ গ্রহনের ফলে আজ গ্রামীন বিত্তবানদের অর্থায়নে এ অঞ্চলের হত দরিদ্র নারীরা শীত নিবারনে কম্বল পাচ্ছেন। এ জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে অসহায় হত দরিদ্র শীতার্থদের পাশে দাড়ানো কর্মকান্ড ব্র্যাক অব্যাহত রাখলে আগামীতে আরো বেশি করে সহযোগীতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য ৩০০ জন হত দরিদ্র নারীদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6857202748229765566

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item