রংপুরে ১১ মাসে ৫৪৬টি অগ্নিকাণ্ড

রংপুর অফিস.

রংপুরে চলতি বছরের ১১ মাসে ৫৪৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় চার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ সময়ে উদ্ধার করা হয়েছে ১০ কোটিরও বেশি টাকার সম্পদ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের আওতায় ৮টি ফায়ার স্টেশনের জানুয়ারি থেকে নভেম্বর মাসের বিবরণীতে এ তথ্য জানা যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, একই সময়ে ৪৪টি নদী ও ১৩৬টি সড়ক দুর্ঘটনায় কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের আওতায় ৮টি ইউনিট। এসব ঘটনায় ১৮৪ জনকে জীবিত ও ৭৭ জনের লাশ উদ্ধার করা হয়।র মধ্যে জানুয়ারি মাসে আগুন দুর্ঘটনা ৫২টি, নদী ১টি ও সড়ক দুর্ঘটনা ১১টি; ফেব্রুয়ারি মাসে আগুন দুর্ঘটনা ৪৩টি ও সড়ক দুর্ঘটনা ৭টি; মার্চ মাসে আগুন দুর্ঘটনা ৬৯টি, নদী ৩টি ও সড়ক দুর্ঘটনা ১০টি; এপ্রিল মাসে আগুন দুর্ঘটনা ৬২টি, নদী ৩টি ও সড়ক দুর্ঘটনা ১৫টি; মে মাসে আগুন দুর্ঘটনা ৫১টি, নদী ২টি ও সড়ক দুর্ঘটনা ১৫টি; জুন মাসে আগুন দুর্ঘটনা ৩২টি, নদী ৪টি ও সড়ক দুর্ঘটনা ১৩টি; জুলাই মাসে আগুন দুর্ঘটনা ২৭টি, নদী ৫টি ও সড়ক দুর্ঘটনা ১১টি; আগস্ট মাসে আগুন দুর্ঘটনা ৯০টি, নদী ১৩টি ও সড়ক দুর্ঘটনা ৭টি; সেপ্টেম্বর মাসে আগুন দুর্ঘটনা ৪৭টি, নদী ৪টি ও সড়ক দুর্ঘটনা ১৬টি; অক্টোবর মাসে আগুন দুর্ঘটনা ৩২টি, নদী ৭টি ও সড়ক দুর্ঘটনা ১০টি এবং নভেম্বর মাসে আগুন দুর্ঘটনা ৪১টি, নদী ২টি ও সড়কে ২১টি দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুরোনো সংবাদ

রংপুর 6384677353378965128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item