রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মামুনুর রশিদ মেরাজুল-
রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা র‌্যালী ও পুরস্কার বিতরণ উন্নয়নের মহাসড়কে অভিবাসী সবার আগে এই শ্লোগানে নানা কর্মসুচীর মধ্যদিয়ে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। গতকাল রোববার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তির উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও পুরস্কার বিতরণ এবং রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিখ প্রিয় সিন্ধু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তোফায়ের হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক আমেনা পারভীন। এতে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ লুৎফর রহমান, আব্দুল আজিজ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে রেমিটেন্স প্রদানকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 3824154078501055975

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item