রংপুর জেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়ন জমা

হাজী মারুফ॥

রংপুরে আনন্দ, উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কার্যালয় সূত্র মতে, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ছাফিয়া খানম এবং জাসদ (আম্বিয়া-প্রধান) কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। সাধারণ সদস্য পদে ৫৫ জন যথাক্রমে ১ নং ওয়ার্ডে ৭ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬ নং ওয়ার্ডে ২ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন, ৯ নং ওয়ার্ডে ২ জন, ১০ নং ওয়ার্ডে ৩ জন, ১১ নং ওয়ার্ডে ১ জন, ১২ নং ওয়ার্ডে ১ জন, ১৩ নং ওয়ার্ডে ৬ জন, ১৪ নং ওয়ার্ডে ৫ জন, ১৫ নং ওয়ার্ডে ৫ন মোট ১৫ টি ওয়ার্ডের ১৫ জন সাধারণ সদস্য পদে ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।  ১১ ও ১২ নং ওয়ার্ডে ১ জন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে  ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ১ জন ও ৫ নং ওয়ার্ডে ৪ জন মোট ১৬ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখির করেন। সকল প্রার্থী রংপুরের জেলা প্রশাসক ও  রিটার্ণিং কর্মকর্তা রাহাত আনোয়ারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই, ১১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ৭৩ জনের মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 704261703824656314

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item