মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে.. ..প্রতিমন্ত্রী রাঙ্গা

মামুনুর রশিদ মেরাজুল রংপুর প্রতিনিধিঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, এ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, তাদেরও জানতে হবে। বাংলাদেশ এমনি এমনি আসে নি। অনেক রক্তের বিনিময়ে এসেছে। এ দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরো বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মন ও মননকে জাগ্রত করে। তাই বেশি বেশি করে সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে, প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রংপুর টাউনহল মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাধারণ সম্পাদক ও বিজয় দিবস উদযাপন পরিষদেও আহবায়ক এডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ হামিদুল হক খন্দকার, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কাজী মোঃ জুননুন, শিখা সংসদ রংপুরের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাহবুব হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদ হিরু, তরুণ সমাজ কর্মী ও সংগঠক আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী। আলোচনা সভা উপস্থাপনা করেন জিএম নজু। আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোকছেদার রহমান মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুরোনো সংবাদ

রংপুর 3673155797077957194

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item