ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীতে সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৮ ডিসেম্বর॥
ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন উপলক্ষে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় নীলফামারী জেলার ৬ উপজেলা ৪ পৌরসভা ৬০ ইউনিয়নে ২ লাখ ৮২ হাজার ৫৬৭ জন শিশুকে আগামী ১০ ডিসেম্বর ক্যা¤েপইনের আওতায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশু ৩১৬ জন, স্বাভাবিক শিশু ২ হাজার ৩৬৯ জন ও ১২-৬ মাস বসয়ী শিশু সংখ্যার মধ্যে প্রতিবন্ধী ৭০৫ জন ও স্বাভাবিক ২ লাখ ৫৩ হজার ১৭৭ জন এবং ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৬৮৫ জন শিশু রয়েছে।
এক হাজার ৬৬০টি কেন্দ্রে ৪ হাজার ৯৮০জন কর্মী ও ১৮৯ জন সুপার ভাইজার এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এছাড়া জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষণ করবে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান ও মা ও শিশু স্বাস্থ্য রোগ প্রতিরোধ অফিসার ডা. মিজানুর রহমান এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6923676801008126815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item