নীলফামারীতে বিতর্ক প্রতিযোগিতা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১২ ডিসেম্বর॥
“সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ হোন” শ্লোগানে নীলফামারীতে পাঁচদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে।
জেলা সদরের চারটি স্থানে ওই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানের পর সোমবার বিকেলে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী অনুষ্ঠিত হয়।
ইউএনডিপির সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএস এর আয়োজনে গত ৭ নভেম্বর বিকেলে জেলা সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয় প্রতিযোগীতাটি। এরপর কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়, বামনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতা শেষে ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওই প্রতিযোগীতায় সদর উপজেলার ছয় টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কিশোর কিশোরী ফোরাম অংশ নেয়।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, নূতন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, পলাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক, পলাশবাড়ি পরশমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধেন্দ্র নাথ রায়। প্রতিযোগীতা পরিচালনা করেন রামগঞ্জ দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বরণী কান্ত বিশ্বাস।
ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদরের কুন্দপুকুর ইউনিয় পরিষদের চেঢারম্যান শাজাহান আলী চৌধুরী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, ইউএসএস এর সমন্বয়কারী ওমর ফারুক, কুদ্দুস সরকার প্রমুখ।
সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগীতা উপভোগ করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 326133525058572624

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item