নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
দুর্নীতির বিরুদ্ধে এক সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক),সজন ও ইয়েস গ্রুপের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন সনাকের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মুহঃ ফরুক, সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সাবেক শিক্ষিকা সামচ্ছুন্নাহার শান্তি, আখতারুল আলম রাজু প্রমুখ।
 এর আগে সকাল ১০টায় র‌্যালীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব।এদিকে অনুরূপ কর্মসুচি পালন করা হয় জেলার ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় কর্মসুচি পালন হবার খবর পাওয়া গেছে। ওই সব অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলার চেয়ারম্যান ইউএনও সহ বিভিন্ন  বে-সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 51678047068575431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item