নীলফামারীর বেড়াকুটিতে সেতুবন্ধনের কার্যক্রম শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩ ডিসেম্বর॥
এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই এ স্লোগানকে সামনে রেখে ‘সেতুবন্ধন’ সংগঠনের উদ্যোগে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রচেষ্টায় নীলফামারী জেলা সদরের বেড়াকুটি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর)  সেতুবন্ধন কমিটি কার্যক্রম শুরু করা হয়।
এ ছাড়া সংগঠনটিরে  পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে শুক্রবার দিনভর বেড়াকুটি এলাকার গাছে কলস বেধে দেয় হয়। এরপর ওইদিন সন্ধ্যায় আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
চকদুবলিয়া এস.সি.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লি: ঠাকুরগাও ব্র্যাঞ্চ’র ব্যবস্থাপক জি এম কামরুল হাসান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোর পথ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর  আলম, সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সেতুবন্ধনের উপদেষ্টা রইজ উদ্দীন রকি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সেতুবন্ধনের সদস্য  আদিত্য আরাফাত রনি প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন সেতুবন্ধনের সদস্য ফাহিম ফায়সাল।
উল্লেখ যে, এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই এ স্লোগানকে সামনে রেখে ‘সেতুবন্ধন’ সংগঠনের কার্যক্রম গত চার বছর ধরে চলছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। ওই উপজেলার বিভিন্ন গ্রামে পাখির আবাস গড়ে তোলা হয়। সেই সঙ্গে পাখি শিকার বন্ধে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি এক পাখি শিকারীকে সৈয়দপুর ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাসশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেছে। এ ছাড়া ‘সেতুবন্ধন’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন সম্প্রতিকালে বন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক পুরস্কৃত হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7211356746491964622

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item