৩ জানুয়ারী থেকে লাল সবুজ র‌্যাক নিয়ে চলবে নীলসাগর এক্সপ্রেস

আবু ছাইদ,চিলাহাটী,ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ
আগামী ৩ জানুয়ারী ২০১৭ নীলসাগর এক্্রপ্রেস এ সংযোজন হতে যাচ্ছে লাল সবুজ র‌্যাক।ইন্দোনেশিয়ায় নির্মিত নতুন লাল সবুজ রঙ এর ১৩টি র‌্যাক নিয়ে নতুন রূপে চলাচল করবে নীলসাগর।বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি নির্ভরযোগ্য সূত্র আজ বিষয়টি নিশ্চিত করেছে। ১ টি এসিবাথ, ১টি পাওয়ার কার ১টি এসি চেয়ার, ১টি প্রথম চেয়ার,  ও ৯টি শোভন চেয়ার কোচ নিয়ে ট্রেনটি চলাচল করবে বলে সূত্রটি জানায়।নীলফামারী জেলা বাসির দাবীর পরিপ্রক্ষিতে ২০১৫ সালে ২৮ শে জানুয়ারী  নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্তবর্তী রেলষ্টেশন চিলাহাটি থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস উদ্ভোধন করেন রেল মন্ত্রী মজিবুল হক। ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সকাল ৮.২৫ মিনিটে ছেড়ে ৬.১৮ মিনিটে চিলাহাটি পৌছে রাত ৯.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এসিবার্থ ১টি,পাওয়ার কার ১টি ও ৮টি শোভন কোচ নিয়ে গাড়ীটি চলাচল করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5995902761134646529

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item