জঙ্গি আস্তানার ভবন থেকে উদ্ধারকৃত ১০টি গ্রেনেড নিষ্ক্রিয়

ডেস্কঃ
রাজধানীর দক্ষিণখান আশকোনায় জঙ্গি আস্তানার ভবন থেকে উদ্ধার করা ১০টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী টিম। আজ রবিবার দুপুর পৌনে তিনটার দিকে ধারাবাহিকভাবে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্টার টেররিজমের ডিসি প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, আমরা ৩টি রুমে প্রবেশ করেছি। প্রচুর ধোয়া ও উপযোগী না হওয়ায় বাকি ৩টা রুমে প্রবেশ করতে পারি নাই। এসময়১০টি শক্তিশালী গ্রেনেড পাওয়া গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে ভবনে প্রবেশ করে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ৬ সদস্যের একটি টিম। এরপর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে প্রবেশ করে  পুলিশের বিশেষ বাহিনী সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী টিম।

গতকাল গতকাল শনিবার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে দুই জঙ্গি নিহত এবং এক শিশুকন্যা ও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহত শিশুকন্যা ঢামেকে চিকিৎসাধীন। এর আগে পুলিশের আত্মসমর্পণের নির্দেশে ২ শিশু সন্তান নিয়ে ২ নারী জঙ্গি আত্মসমর্পণ করে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2240238977063710821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item