জলঢাকায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সন্মাননা।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এই প্রত্যয় নিয়ে নীলফামারীর জলঢাকায়  পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেভ দ্যা কান্ট্রি ও ইউএসটি এর সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিজয়ী ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, উপজেলা  সমবায় অফিসার মুহাম্মদ আকতার হোসেন, বিআরডিবি কর্মকর্তা বদরুদ্দোজা,  আরডিআরএস  বাংলাদেশের আবু রায়হান ও  ইউএসটির ফিল্ড অর্গানাইজার আমিনা খাতুন, আনোয়ারা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার।  অন্যদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্তের নেতৃত্বে রাবেয়া চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থীরা একটি র‍্যালি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1145986764672902341

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item