জলঢাকায় ব্র্যাক ব্যাংকের অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ

 ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ ডিসেম্বর॥  
  প্রায় তিন হাজার দুস্থ্য শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। আজ শনিবার সকালে ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখার উদ্যেগে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা উচ্চ বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আলম, ব্র্যাক ব্র্যাংকের প্রধান অর্থ ব্যবস্থপনা কর্মকর্তা মো. সেকেন্দার ই আজম, আঞ্চলিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, হেড অব লিগ্যাল ফাহিম আহম্মেদ, নীলফামারী শাখা ব্যবস্থাপক শাহ্ মো. জাকির হোসেন, কর্মকর্তা মাহফুজ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হাসান জায়েদ নওরোজী, স্থানীয় বুড়িতিস্তা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোখলেছার রহমান প্রমুখ।
ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা মো. এনায়েতুল্লাহ বলেন, ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিলের কল্যাণের পথে দৌড় প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখার উদ্যেগে গোলনা ইউনিয়নের তিন হাজার দুস্থ্য শীতার্তের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় বুড়ি তিস্তা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিতরণ কাজে সহযোগিতা করেছেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2126840281261053204

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item