জলঢাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে অর্থ ও লুঙ্গি -- শাড়ী প্রদান করা হয়। স্হানীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্হিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান,  ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, প্রকৌশলী হারুন অর রশীদ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, বিএম আই অধ্যক্ষ আবেদ আলী প্রমুখ। এর আগে রাত বারোটা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতার ৪৫বছর উদযাপনের যাত্রা শুরু করে উপজেলা প্রশাসন । কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব জলঢাকা, সামাজিক সংগঠন শিকড় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে অধ্যাপক গোলাম মোস্তফা এমপির নেতৃত্বে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ  সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বর্নাঢ্য বিজয় র‍্যালি নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে । অপরদিকে পৃথকভাবে সকাল ১১টার সময় শ্রদ্ধা নিবেদন করে সভাপতি আনছার আলী মিন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। এরপর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3959249133005426582

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item