সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আটকের ঘটনায় মামলা

নুরুল আলম ডাকুয়া,ধর্মপুর (সুন্দরগঞ্জ) প্রতিনিধি::

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর ২শ’৩০ বস্তা চাল পাঁচারকালে আটক করছেন জনতা। এনিয়ে সংশ্লিষ্ট ডিলারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
জানা যায়, সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ম-ল সংশ্লিষ্ট ডিলার জিএমএম সাদেকীনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। উক্ত ইউনিয়নের ৮শ ৮০ জন সুবিধাভোগীর নামের বিপরীতে খাদ্য কর্মসূচীর আওতায় ৩০ কেজি করে ওজনের ৮শ ৮০ বস্তা চাল উত্তোলণ করে ইউনিয়নের ছিলামনি বাজারস্থ গোডাউনজাত করেন। এরই ২শ’৩০ বস্তা চাল রবিবার বিকেলে ট্রলিযোগে পাঁচারকালে জনতা তা আটক করে গোডাউন তালারুদ্ধ করেন। জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম থানা পুলিশকে সঙ্গে নিয়ে ট্রলিসহ চালগুলো জব্দ করে। থানা হেফাজতে রাখেন। এনিয়ে ডিলারের সঙ্গে কয়েকদফা মুঠোফোণে কথা বলা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। থানা অফিসার ইনচার্জ-মুহাঃ আতিয়ার রহমান মামলার বিয়ষটি নিশ্চিত করে বলেন-কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল ওয়াহেদ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী  অফিসার (ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন- আইন তার স্ব-গতিতেই চলবে, দোষী যেই হোক না কেন, কোন ছাড় পাবে না।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 6087493310908224023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item