গাইবান্ধায় সাংবাদিক মিলন খন্দকারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::

গাইবান্ধায় সাংবাদিক মিলন খন্দকারের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে
শনিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্টনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, দেশের সকল নিহত ও আহত সাংবাদিকদের প্রার্থীত বিচার তরান্বিতসহ সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করণের দাবী জানানো হয়। এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি- কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক- আবু জাফর সাবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি- রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, গোবিন্দলাল দাশ, শাহাবুবুল শাহীন তোতা, অমিতাভ দাশ হিমুন, সরকার শহীদুজ্জামান, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, আতিকুর রহমান বাবু, জিল্লুর রহমান পলাশ, আফতাব হোসেন, এবিএম ছাত্তার, জাভেদ হোসেন, রিক্তু প্রসাদ, আবু তাহের, নির্যাতিত সাংবাদিক মিলন খন্দকার প্রমূখ। এ সময় বক্তারা বলেন- সম্প্রতি গাইবান্ধা সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি-নুরে হাবিবের দূর্নীতি বিষয়ে সংবাদ প্রকাশের জেরধরে ঐ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা করেছে দলিল লেখক সমিতির সভাপতি ও তার বাহিনী। এনিয়ে থানায় মামলা হয়েছে। আসামীরা বীরদর্পে চলাফেরা করলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতারের দাবী জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিবৃতি দিয়েছেন-সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও উপজেলা শাখা বিএমএসএফ’র সভাপতি- আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক-আজিজুর রহমান। এছাড়া, শরীফা বেগম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, নুরে শাহী লাবলু, নুরুল আলম ডাকুয়া, শাহীন আলম, শামীম সরকারসহ অন্যান্যে সদস্যবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5834619208223280958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item