স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চায় এরশাদ

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ
নির্বাচন কমিশন প্রণয়নে কোন আইন না থাকায় রাষ্ট্রপতির সাথে আলোচনায় স্বাধীন ও নিপেরক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে কর্মী সভায় যোগদানের আগে তিনি এ কথা জানান।
এসময় এরশাদ বলেন, আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে ইতোপূর্বে প্রেস ব্রিফিং করেছি। আগামী ২০ তারিখে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় পার্টি তার বক্তব্য তুলে ধরবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশে কোনো আইন নেই উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন কবে হবে তা জানি না। এখন যেহেতু আইন নেই, তাই আমরা (জাপা) চাই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে গঠন করা হোক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, জাতীয় পার্টি মহাজোটে নেই তারা বিরোধী দলে আছে। তাছাড়া নির্বাচন হতে এখনো অনেক দেরি আছে। আগামীতে জাতীয় পার্টি আর কোনো জোটে যাবে না। এককভাবে নির্বাচনে অংশ নেবে।
আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান জাপা চেয়ারম্যান।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শাহানারা বেগম, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এরশাদ রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে কর্মী সভায় যোগ দেন তিনি।এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে অবতরণ করে সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছালে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার ছাড়াও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8722291229623587428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item