চিলাহাটিতে উদযাপপিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৬

আবু ছাইদ চিলাহাটী প্রতিনিধিঃ

প্রতি বছরের ৩ রা ডিসেম্বর,সারাবিশ্বে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তারই ধরাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংস্থা(পউস),চিলাহাটি এর আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ৩রা ডিসেম্বর ২০১৬ তারিখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস  উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায়  প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহনে একটি র‌্যালী ইউএসএস প্রকল্প অফিস চিলাহাটি থেকে চিলাহাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক বসুনীয়া, উপজেলা চেয়ারম্যান,ডোমার উপজেলা পরিষদ,নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজাদুল হক প্রামানিক,অধ্যক্ষ,সানমুন কিন্ডার গার্টেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব হুমায়ূন কবির মঞ্জু,সমাজসেবক ও উপদেষ্টা সদস্য,পউস,চিলাহাটি। আলোচনা সভার শুরতে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব কায়কোবাদ হোসেন,প্রকল্প সমন্বয়কারী,ইউএসএস চিলাহাটি শাখা। এরপর গত এক বছরে পউস এর উল্লেখযোগ্য অর্জন ও বর্তমান সমস্যাগুলো উপস্থাপন করা হয় । এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় বিশেষ অতিথি জনাব আজাদুল হক প্রামানিক বলেন যে “ আমি ইউএসএস ও একশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে, তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা ও অবস্থানের উন্নয়নের জন্য কাজ করছে। আমারা যারা সুশীল সমাজের প্রতিনিধি তারাও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সহযোগিতা করবো”। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে“ আমি আমার উপজেলা পরিষদ থেকে পউস এর নিবন্ধণ করার জন্য যে জমির প্রয়োজন তা কেনার ব্যপারে সহযোগিতা করবো। উপজেলা পরিষদে যে সেবাগুলো রয়েছে তা আমি প্রতিবন্ধী ব্যক্তিদের দিতে সর্বাতœক চেষ্টা অব্যহাত রখবোুুু”। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7634908137343179219

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item