ডোমারে শত্রুতার জেরে আলু ক্ষেতে সেচ না দেয়ায় কৃষকের ব্যাপক ক্ষতির অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র শত্রুতার জেরে আলু ক্ষেতে পানি না দেয়ায় কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি আশংখ্যা করছে কৃষক তৈয়বুর। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া কাজীফার্ম এলাকায় মৃত আব্দুল লতিফের ছেলে মকছেদগং এর সাথে প্রতিবেশী মৃত শমসের আলীর ছেলে তৈয়বুর গংদের সাথে দির্য়দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩ নভেম্বর সকালে তৈয়বুর নিজ জমিতে আলু রোপন করতে গেলে মকছেদগং বাধাঁ দেয়। বাকবির্তকের এক পর্যায়ে মকছেদ, মকলেছার মিলে হামলা চালিয়ে প্রতিপক্ষদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে তৈয়বুর ও তার ছেলে রিপন গুরুত্বর আহত হয়। আশংখ্যা জনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে তৈয়বুর রহমান বাদী হয়ে ৮জনকে আসামী করে ডোমার থানায় ০৫/১১/১৬ তারিখে  মামলা নং-০৩ দায়ের করে। আসামীগণ জামিনে এসে আবারো তাদের সাথে শত্রুতা শুরু করেছে বলে অভিযোগ ভুক্তভুগীদের। ২ডিসেম্বর তৈয়বুর তাদের আলু ক্ষেতে সেচের পানি দিতে গেলে মকছেদ গংদের জোগসাজসে আমিনুর তার জমির উপর দিয়ে সেচের পানি দিতে বাধাঁ দেয়। এতে করে কৃষক তৈয়বুরের আলু ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে বলে তারা জানান। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তৈয়বুরের পরিবার।   

পুরোনো সংবাদ

নীলফামারী 5435755249915626978

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item