ডোমারে রক্তে মাখা মাটি নাটকের মহড়া অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা বিষয় ভিত্তিক নাটক“রক্তে মাখা মাটির’র মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১১ডিসেম্বর রবিবার রাত ৮টায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে এর শুভ সুচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রচিত, বিশিস্ট নাট্যকার আমিনুর রহমান ও বিনয় কুমার রায়ের নির্দেশনায়। সংগীত পরিচালনায়, এনটিভির শিল্পী জীবন কুমার পোদ্দার।  এতে প্রায় ৩০জন নাট্যকর্মী অংশ নেয়। তাদের মধ্যে বিশেষ চরিত্রে অভিনয় করেন, পাকিস্তানি মেজর সাংবাদিক আনিছুর রহমান মানিক, জহুর মুন্সি ভবেন, থুক্কু মুন্সি রতন, খোকন সফিয়ার রহমান, হামিদ মাস্টার জগবন্ধু, রাকিব প্রভাত কর্মকার, হায়দার খাঁ জয়নাল মেম্বার, মুক্তিযোদ্ধা মামুন, দেবেন, প্রদিপ, স্বাধীন, সফিক, সুমন প্রমূখ। এছাড়াও শিশু শিল্পী রতনের ভুমিকায় ডংকার, নির্যাতিত নারী চরিত্র নেহারের ভুমিকায় তুলশি রাণী রায়। ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে আগামী ২০ডিসেম্বর রাতে নাটকটি মঞ্চায়ন করা হবে বলে আয়োজক কমিটি জানান।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8947740026674293708

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item