ডোমারে শিক্ষক-কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তরনী-মালেক-সানবীম পরিষদ বিজয়ী

আনিছুর রহমান মানিক-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তরনী-মালেক-সানবীম পরিষদ নিরংকুশ বিজয় লাভ করে। ৬টি পদের মধ্যে মাত্র ১টি পদে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।
শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন । নব-নির্বাচিত প্রার্থীরা হলেন তরনীকান্ত রায় (আনারস) প্রতিকে ২১৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়।  তার নিকটতম প্রতিদন্দী মো: জাহাঙ্গীর আলম,(চেয়ার)প্রাপ্ত ভোট ১২১। রনজিৎ কুমার রায় (হরিন) প্রতিকে ১৬৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দী নুর আলম হোসেন(উড়োজাহাজ) তার প্রাপ্ত ভোট ১০২ । মো: আব্দুল মালেক (দোয়াত কলম) প্রতিকে ২০২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দি তাপস কুমার অধিকারী (টেলিভিশন) প্রতিকে  প্রাপ্ত ভোট ১৩৭। জাবেদুল ইসলাম সানবীম (গোলাপ ফুল) প্রতিক নিয়ে ট্রেজার পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দী হরিপদ রায়,(কলস) প্রতিক প্রাপ্ত ভোট ১০৬। ডিরেক্টর পদে আবুল কালাম আজাদ(ফ্যান) প্রতিকে ২১৫ ভোট ও রমনিকান্ত (খেজুর গাছ) প্রতিকে ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাদের নিকটতম প্রতিদন্দী চিরতা বালা রায় (মাছ) প্রতিক প্রাপ্ত ভোট ১৪৬ এবং গোলাম মস্তফা (ফুটবল) প্রতিকে প্রাপ্ত ভোট সংখা ৮৬। সুষ্ট ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক চৌধুরি, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর জেলা ব্যাবস্থাপক গোলাম ফারুক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিহাদ হোসেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1736302324209567037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item