ডোমারে বেগম রোকেয়া দিবস পালিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি দিবসের ওইসব কর্মসুচির যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও ডোমার মহিলা বিষয়ক অধিদপ্তর।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয় হতে ব্যনার ফেষ্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে র‌্যালিতে অংশগ্রহণকারী সবাই ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, একাডেমিক সুপারভাইজার মো: শাফিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, নারী উদ্যোক্তা রাহেলা বেগম, নারী নেত্রী ডেইজী নাজনীন মাশরাফী, সৈয়দা মোর্শেদা পারভীন ও তৌহিদা জ্যোতি প্রমুখ বক্তব্য রাখেন।
 শেষে পাঁচ জন জয়িতাকে বিভিন্ন প্রকারভেদে সন্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ডোমার ইউনিয়নের চিকনমাটির নজির উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঙ্গা মুটুকপুর ইউনিয়নের আতাউর রহমানের স্ত্রী সোনা মণি বেগম, সফল জননী নারী বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী সেরিনা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া কুড়ার স্কুলের আব্দুল করিমের স্ত্রী আমিনা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকড়া গ্রামের মতিরাম রায়ের স্ত্রী শেফালী রানী রায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 942357807025519275

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item