ডোমারে নব-নির্বাচিত পৌর পরিষদের সংবর্ধনা

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে নব-নির্বাচিত পৌর পরিষদের সংবর্ধনা দেয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিন রবিবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার ও মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগ্রহশালা’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চিকনমাটি (ধনীপাড়া) গ্রামের কৃতি সন্তান দীর্ঘ ৩৫ বছরের সফল জন প্রতিনিধি উক্ত পাঠাগারের পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু মাহাত্বাগান্ধী স্বর্ণ পদক অর্জন করায় এলাকা বাসির পক্ষে পাঠাগারের সাধারন সম্পাদক আল-আমিন রহমান প্রধান অতিথির হাতে সন্মাননা ক্রেজ তুলেদেন। পাঠাগারের সভাপতি মোস্তফা আওরঙ্গযেব করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন। বক্তব্য রাখেন, পাঠাগারের সহ-সভাপতি হাফিজুর রহমান মন্ত্রি, সাংগঠনিক সম্পাদক ছোটন সরকার পলি, আশিকুর রহমান প্রমূখ। এসময় নব-নির্বাচিত পৌর প্যানেল মেয়র এনায়েত হোসন নয়ন, কাউন্সিলর ভারতী রাণী রায়, সুলতানা বেগম. উম্মে কুলছুম, আব্দুর রাজ্জাক রাজা, সামসুল আলম, আখতারুজ্জামান সুমন, সৈয়দ শফিক বিন মের্শেদ তরুন, অহিদুল ইসলাম, মিজানুর রহমান তুলু, ছামিউল ইসলাম, হাবিবুর রহমান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়। মানপত্র পাঠ করেন তাজবিন নাহার অথই, উপস্থাপনায় জান্নাতুন নাহার ময়ুরী।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1496476072937555248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item