ডোমারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

“অপরের অধিকার রক্ষায় সোচ্চার হও” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিশ্ব মাবাধিকার  দিবস পালন করা হয়েছে। ১০ডিসেম্বর শনিবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত উপজেলার ভোগডাবুড়ী, বোড়াগাড়ী, হরিণচড়া ও সদর ইউনিয়নে বিভিন্ন কর্মসূচীর মধ্যে র‌্যালী, উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাড়া, মহল্লা ও অফিস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।  বিকাল ৪টায় বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে মাল্টি ডিসিপ্লিনারী গ্রপের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডেইজী নাজনীন মাশরাফী নীনা, শিক্ষক সাইদুর রহমান, আক্তার জাহান বিউটি, ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন, ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলা প্রমূখ বক্তব্য রাখেন। একই সাথে র‌্যালী শেষে ডোমার বড়রাউতা মঞ্জুপাড়া উঠান বৈঠকে এমডিজি সদস্য লাভলী বেগমের সভাপতিত্বে নূর সামসাৎ আক্তার, তাসলিমা বেগম, এনজিও কর্মী আফরোজা বেগম, ইউনিয়ন সলিসিটর মুবিনা নুজহাত চৌধুরী বর্ষা বক্তব্য রাখেন। একই দিনে সকালে ভোগডাবুড়ী ও হরিণচড়ায় একর্মসূচী পালন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7845217697236211336

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item