ডোমারের গোমনাতীতে পাঙ্গা ব্রীজের সামনে আটো খাদে উল্টে পড়ে ২ আরোহী গুরুতর আহত

জাহিদুল আলম প্রধান রফিক,ইউনিয়ন প্রতিনিধি-
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে অটো খাদে পড়ে ২ জন আরোহী গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শূক্রবার(৯ই ডিসেম্বর) রাতে ডোমার চিলাহাটী সড়কের আমবাড়ী ও গোমনাতী বাজারের মাঝামাঝি ৫২ বছরের পুরোনো জোড়াতালি ব্রীজের কাছে।জানা যায়,খগাখড়িবাড়ী ইউনিয়নের ছাতনাই কোলনী থেকে একটি অটো ৩ আরোহী নিয়ে আমবাড়ী আসার পথে পাঙ্গা ব্রীজের সামনে রাস্তা ছোট হওয়ায় একটি মালবাহী ট্রাককে চলাচলের জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে একটি গভীর খাদে উল্টে পড়ে।ঘটনাস্থলে সোনালী বেগম(৪২) সালেহা বেগম(৪৫) মাথায় হাতে পায়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।সঙ্গে একটি ২ বছর বয়সের শিশু ছিল।পারিবাড়িক সুত্রে জানাযায় শিশুটি সুস্থ রয়েছে।আহত ব্যাক্রিদের স্থানীয় যমুনা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।কয়েকজন পথচারী বলেছেন এ রাস্তা ও ব্রীজ প্রতিনিয়ত চলাচলে মানুষের জীবনে হুমকী স্বরুপ।এ বিষয়ে সরকার সুব্যবস্থা নেবে বলে আশা করেন।এ বিষয়ে নীলফামারী ১ আসন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সাথে কথা বললে তিনি বলেন,মন্তণালয়ে রাস্তার বাজেট হয়েছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।২০১৬-২০১৭ অর্থবছরে ব্রীজের বাজেট না থাকায় পরের অর্থ বছরে এ ব্রীজটির বাজেট ঘোষনা হবে এবং ব্রীজটি বাস্তবায়ন হতে প্রায় সারে ৬ কোটি টাকার মত লাগবে বলে তিনি জানিয়েছেন।তবে ব্রীজটির কাজ এখন না হলেও চিলাহাটী ভাউলাগনঞ্জ পর্য়ন্ত এ রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4560559450689737947

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item